Creator Inside এর পরিবারে যুক্ত হবার জন্য আপনাকে জানাই Creator Inside Team এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমরা আমাদের এই ওয়েবসাইট ও সেবা প্রধানের লক্ষে যেসকল বিষয় আমরা অগ্রাধিকার দিয়ে থাকি তার মধ্যে অন্যতম প্রধান অগ্রাধিকারগুলির মধ্যে একটি হল আমাদের দর্শকদের/ব্যাবহারকারীর গোপনীয়তা রক্ষা করা। 

এই প্রাইভেসি পলিসি শুধু মাত্র আমাদের এই ওয়েবসাইট এর সাথে আপনার সম্পর্কিত তথ্য যা Creator Inside Team গ্রহন করেছে কিংবা আপনি গ্রহন করেছেন সেই সকল ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু অন্যান্য কোন মাদ্ধমের পাওয়া তথ্য এর জন্য প্রযোজ্য নয়।  

আশা করি, নিম্নোক্ত নীতিমালা গুলো আপনি ভালোভাবে পড়বেন এবং আমাদের সম্পর্কে একটি ধারণা পাবেন। এটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আপনাকে আমাদের ওয়েবসাইট ও সেবা পেতে সাহায্য করবে। এ ক্ষেত্রে আপনার যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে কোন প্রকার দ্বিধা ছাড়ায় আমাদের সাথে (creatorinsidebd@gmail.com ) ঠিকানায় যোগাযোগ করার আমন্ত্রন রইল। 

সম্মতি 

আপনি যখন আমাদের এই ওয়েবসাইট ব্যাবহার করছেন বা কোন সেবা গ্রহন করছেন এমন অবস্থায় আমরা ধরে নিচ্ছি যে আপনি আমাদের সকল শর্ত মেনে নিয়েছেন। উল্লেখ্য যে, আমরা আপনার কোন তথ্য বেক্তিগত কারনে ব্যাবহার না করে বাংলাদেশ সরকারের আইনী বাধ্যবাধকতা মেনেই আমাদের ব্যবসায়িক স্বার্থে তথ্য ব্যবহার করে থাকি।

আমরা কি কি তথ্য সংগ্রহ করে থাকি

আমরা মূলত আমাদের সাইটে একাউন্ট খোলার সময় আপনার প্রধান করা তথ্য গুলোকেই আমাদের ডাটাবেজ এ সংরক্ষন করে থাকি। 

১। আপনার প্রদান করা ব্যক্তিগত তথ্য। যেমন:  নাম, ফোন নম্বর, ই-মেইল এড্রেস, ঠিকানা, পাসওয়ার্ড ইত্যাদি।

২। আর্থিক লেনদেন সম্পর্কিত তথ্য। আপনি যখন আমাদের ওয়েবসাইট এর কোন পণ্য বা সেবা ক্রয় করে থাকেন তখন সেই ক্রয় সংক্রান্ত তথ্য গ্রহন করে থাকি। যেমন ক্রেডিট কার্ড নাম্বার এবং এর সাথে সম্পর্কিত তথ্য। 

আপনার অনুমতি ব্যতীত এসকল তথ্য আমরা কারো কাছে শেয়ার করিনা। 

পাসওয়ার্ডের গোপনীয়তা

আপনি যখন আমাদের ওয়েবসাইট এ একাউন্ট খোলার সময় পরবর্তীতে লগইন করার জন্য যেই পাসওয়ার্ড দিয়ে থাকেন তা আমরা আমাদের ডাটাবেজ এ সংরক্ষণ করি। তবে সেই ক্ষেত্রে আমরা আমাদের  এনক্রিপ্টসন প্রযুক্তি ব্যাবহার এর মাধ্যমে আপনার প্রধান করা পাসওয়ার্ড কে সংরক্ষণ করে থাকি, যা পরবর্তীতে আপনার সাহায্য ছাড়া কেও সেটিকে ব্যাবহার বা জানতে পারবে না এমনকি আমরাও সেটিকে জানতে পারি না। তাই আমরা নিশ্চিত ভাবে বলতে পারি যে আপনার দেওয়া পাসওয়ার্ড এর গোপনীয়তা বজায় থাকে। 

কিভাবে আমরা আপনার তথ্য গুলো ব্যবহার করি

১। আমাদের ওয়েবসাইটে আপনার ব্যক্তিগত প্রোফাইলে তথ্য প্রদর্শন এবং পরিচালনা এর কাজে।

২। নতুন পণ্য বা সেবা, পরিষেবা এবং ফিচার সংযুক্ত করার জন্য। 

৩। আমাদের নতুন পণ্য বা পরিষেবা সম্পর্কে আপনাকে জানাতে কিংবা আমাদের মার্কেটিং এর জন্য আপনার তথ্য সংরক্ষণ করতে। 

৪। কোন প্রকার অনলাইন বেআইনি কার্যকলাপ বা জালিয়াতি প্রতিরোধ করতে। 

আপনার কোন কার্যকলাপ যদি বাংলাদেশ সরকার বা এর সাথে সংশ্লিষ্ট কোন বেআইনি কাজে ব্যাবহার করে থাকেন সেক্ষেত্রে সরকার ও দেশ এর স্বার্থে আমরা আপনার অনুমতি ছাড়া তথ্য প্রদান করার অধিকার রাখে Creator Inside Team।  

স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংগ্রহ কিংবা লগ ফাইল

অন্যান্য সকল প্রযুক্তি প্রতিষ্ঠান এর মত আমরাও আমাদের ব্যাবহারকারীর হতে কিছু তথ্য সংরক্ষণ করি, কিন্তু এই সকল তথ্য ব্যক্তির গোপন বা ব্যক্তিগত তথ্য এর সাথে সম্পর্কিত নয়। আপনি যখন আমাদের ওয়েবসাইটে ভিজিট করে থাকেন তখন আপনার ব্যাবহার করা ইন্টারনেট প্রটোকল বা আইপি (IP) এড্রেস, ব্রাউজার এর ধরণ, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তারিখ এবং সময়, রেফারিং পেজ ইত্যাদি তথ্য আমাদের এখানে সংরক্ষণ থাকে। যা মোটেও ব্যাবহার কারীকে কোন প্রকার সমস্যা করে না বা করবে না বলে আমরা বিশ্বাস করি।

কুকিজ ও অন্যান্য ট্র‍্যাকিং প্রযুক্তি ব্যাবহার

আমরা কিছু কিছু ক্ষেত্রে আমাদের ব্যাবহারকারীর কুকি সংরক্ষন করে থাকি। আমরা মূলত আমাদের ব্যাবহারকারী আমাদের ওয়েবসাইট ব্যাবহার এর ধরন সম্পর্কিত তথ্য সংরক্ষণ করে থাকি যা আমাদেরকে আমাদের সেবার মান উন্নত করতে সাহায্য করে।

প্রাইভেসি পলিসি পরিবর্তন 

Creator Inside Team যেকোনো সময় তার ব্যাবহারকারীকে জানিয়ে বা না জানিয়ে প্রাইভেসি পলিসিতে পরিবর্তন করার অধিকার সংরক্ষন করে। তবে প্রতিবার পরিবর্তনের পর ব্যাবহারকারীকে জানিয়ে দেওয়া হবে এবং নতুন ভাবে প্রাইভেসি পলিসি পড়ার জন্য অনুরুধ করা হবে।

আমরা বিশ্বাস করি যে আপনি আমাদের প্রাইভেসি পলিসি পরেছেন এবং আমাদের সত্য ও নির্ভুল তথ্য দিয়ে আমাদের সাইট কে ব্যাবহার করছেন।

সর্বশেষে Creator Inside Team এর সাথে যুক্ত থেকে Creator Inside এর সেবা গ্রহন করার জন্য Creator Inside এর সকল মেম্বার আপনাকে জানায় অভিনন্দন।

Creator Inside Team